সম্প্রদায়ের ক্ষমতায়ন ও সমৃদ্ধির লক্ষ্যে আমরা পরিবর্তনকে উৎসাহিত করি।
আসুন, এই মহৎ যাত্রায় আমরা সবাই সঙ্গী হই—কারণ আপনার ছোট্ট একটি ভালো কাজ, অন্যের জীবন বদলে দিতে পারে। পরিবর্তনের সূচনা এখান থেকেই!

আমাদের কার্যক্রম
শিক্ষা
শিক্ষা থেকে বঞ্চিত শিশুদের জন্য আমাদের রয়েছে বিশেষ উদ্যোগ। আমরা পথশিশুদের জন্য ভ্রাম্যমাণ স্কুল চালাই, বস্তির শিশুদের জন্য গড়ে তুলেছি প্রাক-বিদ্যালয়, দরিদ্র শিক্ষার্থীদের হাতে তুলে দিই শিক্ষা উপকরণ, আর মেধাবী শিক্ষার্থীদের দিই বৃত্তি, যাতে তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে।

স্বাস্থ্যসচেতনতা
অসহায় মানুষের জীবন বাঁচাতে, আমাদের স্বাস্থ্যসেবা কর্মসূচিতে রয়েছে নানা উদ্যোগ। আমাদের স্বাস্থ্যসেবা কর্মসূচিতে বিনামূল্যে ও কম খরচে অ্যাম্বুলেন্স সেবা (মৃতদেহ সংরক্ষণের ফ্রিজারসহ), জরুরি অক্সিজেন, চিকিৎসা ক্যাম্প, ওষুধ বিতরণ, মা ও শিশুর যত্ন, বিনামূল্যে খৎনা, ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা এবং প্রতিবন্ধীদের সহায়তা প্রদান করা হয়।

কর্মসংস্থা
সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিট বেকারত্ব দূরীকরণ ও নারী ও যুব সমাজকে দক্ষ্য নাগরিক হিসেবে গরে তুলতে কর্মসংস্থানমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এই কার্যক্রমের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণ, কারিগরী প্রশিক্ষণ কোর্স,সেলাই প্রশিক্ষণ ওসেলাই মেশিন বিতরণ,ক্ষুদ্র ব্যবসায় সহায়তা প্রদান, কর্মসংস্থানের লক্ষ্যে আয় বৃদ্ধিমূলক উপকরণ গুলো বিতরণ করে থাকি।

মানবিক সহায়তা
আমরা সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিটি আমাদের মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ ও এককালীন সহায়তা প্রদান করে থাকি।এছাড়া লাশ কাফন দাফন ব্যবস্থাপনা, গরীব অসহায় পিতার মেয়ের যৌতুক বিহীন বিয়েতে সহোযোগীতা, এতিম শিশুর শেল্টার হোম পরিচালনা, কর্জে হাসনা ইত্যাদি কার্যক্রম গুলি আমাদের মানবিক সহয়তার মাধ্যমে সংগঠিত হয়ে থাকে।

সমাজ উন্নয়ন
আমাদের সমন্বিত সমাজ উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে মসজিদ ও প্রতিষ্ঠান কেন্দ্রিক গণশিক্ষাকেন্দ্র চালু, গণপাঠাগার প্রতিষ্ঠা ও তথ্য সেবা চালু করি। সেই সাথে বিশুদ্ধ পানি সরবারহের জন্য পানির ফিল্টার স্থাপন, মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপসানলয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জীবাণুমুক্তকরণ, ময়লা আবর্জনাপূর্ণ স্থান, জলাশয় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন অভিযান কর্মসূচি পালন করে থাকি।
