En

"আমরা, ' সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিটি', খাদ্য বিতরণ ও এককালীন আর্থিক সহায়তার মাধ্যমে মানবিক সেবা প্রদান করি। শুধু তাই নয়, আমাদের মানবিক প্রচেষ্টার মধ্যে রয়েছে দাফন-কাফনের ব্যবস্থা করা, দরিদ্র পিতার কন্যাদের যৌতুকবিহীন বিয়ের আয়োজন, এতিম শিশুদের জন্য আশ্রয়কেন্দ্র পরিচালনা এবং সুদবিহীন ঋণ (কর্জ-ই-হাসান) প্রদান। আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আসুন, আমরা সকলে মিলে এই মানবিক কাজে অংশ নিয়ে, অসহায়দের জীবনে আশার আলো জ্বালাই।

আমাদের মানবিক সহায়তা প্রকল্পসমূহ

জরুরি মানবিক সহায়তা

এতিম সহায়তা প্রকল্প

এতিমখানা (আশ্রয়)

ইয়াতিম স্পনরশিপ

ইয়াতিম সহায়তা

পোশাক বিতরণ

খাদ্য ও পানীয় বিতরণ

খাদ্য সামগ্রি বিতরণ

কুরবানীর গোশত বিতরণ

ইফতার বিতরণ

ইফতার সামগ্রি বিতরণ

ঈদ খাদ্য সামগ্রি বিতরণ

ওয়াটার ফিল্টার স্থাপন

বিশুদ্ধ পানি বিতরণ

দরিদ্র তহবিল

এককালীন সহায়তা

বিধবা ভাতা

বয়স্ক ভাতা