"আমরা, ' সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিটি', খাদ্য বিতরণ ও এককালীন আর্থিক সহায়তার মাধ্যমে মানবিক সেবা প্রদান করি। শুধু তাই নয়, আমাদের মানবিক প্রচেষ্টার মধ্যে রয়েছে দাফন-কাফনের ব্যবস্থা করা, দরিদ্র পিতার কন্যাদের যৌতুকবিহীন বিয়ের আয়োজন, এতিম শিশুদের জন্য আশ্রয়কেন্দ্র পরিচালনা এবং সুদবিহীন ঋণ (কর্জ-ই-হাসান) প্রদান। আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আসুন, আমরা সকলে মিলে এই মানবিক কাজে অংশ নিয়ে, অসহায়দের জীবনে আশার আলো জ্বালাই।