রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র বাণীকে পাথেয় করে, 'যে মুমিনের দুঃখ দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার দুঃখ দূর করবেন' (সহীহ মুসলিম), আমরা দৃঢ়প্রতিজ্ঞ, এমন সব কাজের মাধ্যমে মানুষের জীবন বদলে দেবো, যা তাদের মনে আশার আলো জ্বালাবে।
