মসজিদ পরিষ্কার
আমরা ধর্মীয় স্থানগুলোর গুরুত্ব বুঝি। আর তাই আমাদের অন্যতম একটি সেবা হলো মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। মসজিদ সবসময় পরিষ্কার ও ইবাদতের জন্য নিরাপদ থাকা উচিত। এই লক্ষ্য পূরণে, সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিটি (SNC) একটি বিশেষ ক্যাম্পেইন এর আয়োজন করে সবসময়, যার মাধ্যমে প্রয়োজনীয় মসজিদগুলোতে পরিচ্ছন্নতা সেবা দেওয়া হয়।
আমাদের আছে দক্ষ লোকজন। মসজিদ পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করার জন্য তারা সুপ্রশিক্ষিত। আমাদের স্বেচ্ছাসেবকরা নিশ্চিত করে যে, মসজিদের প্রতিটি কোণা যেন ঝকঝকে পরিষ্কার এবং জীবাণুমুক্ত থাকে। সেরা ফলাফল নিশ্চিত করতে আমাদের স্বেচ্ছাসেবকরা উচ্চ-মানের পরিচ্ছন্নতা সামগ্রী ব্যবহার করে। আমরা কার্যকর ও নিরাপদ পণ্য ব্যবহার করি একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে। পরিচ্ছন্নতা প্রক্রিয়ার প্রতিটি খুঁটিনাটি বিষয় আমরা যাচাই করি।
ইসলামে পরিচ্ছন্নতাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এটি শুধু শারীরিক পরিচ্ছন্নতা নয়, আত্মিক পরিচ্ছন্নতারও একটি অংশ।
আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন:
"নিশ্চয় আল্লাহ ভালোবাসেন যারা তাওবা করে এবং ভালোবাসেন যারা পবিত্র থাকে।" (সূরা আল-বাকারা ২:২২২)

আমরা দেশের বিভিন্ন প্রান্তে ৫১,০০৩ টি মসজিদে পরিচ্ছন্নতা সেবা প্রদান করেছি। প্রতিটি মসজিদ যেন সর্বোচ্চ মান বজায় রেখে পরিষ্কার করা হয়, সে জন্য আমরা কঠোর পরিশ্রম করে থাকি। এই সেবায় মোট ৩৯,০০০ টাকা খরচ হয়েছে। মুসল্লিদের জন্য মসজিদ পরিষ্কার রেখে আমাদের মোসলমান ভাইদের সেবা দিতে পেরে আমরা গর্বিত। একজন মুসল্লিকে স্বাস্থ্যকর এবং আরামদায়ক স্থান উপহার দিতে আমরা কঠোর পরিশ্রম করি।