En

পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

জনগণের সুস্থতার কথা ভেবে, আমাদের সংস্থা সবসময় সচেষ্ট। আর সেই প্রচেষ্টারই এক অংশ হলো, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা। আমরা জানি, পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষের জীবনে কতটা জরুরি। চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন থাকলে, অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়, আর মানুষও সুস্থ থাকে।

"রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক।"

পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক'-কে স্মরণ করে, আমরা পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে মানুষকে সচেতন করি। আমরা তাদের শেখাই, কীভাবে নিজেদের ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখতে হয়। নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব বোঝাই, আর পরিবেশকে বর্জ্যমুক্ত রাখার উপায় জানাই। আমরা চাই, প্রতিটি মানুষ যেন ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলে।

যেসব এলাকায় পরিচ্ছন্নতার শিক্ষা পৌঁছানো কঠিন, সেখানে আমাদের স্বেচ্ছাসেবকদের দল ছুটে যায়, মানুষকে সচেতন করে। এ পর্যন্ত ১,৮৪৫ জন মানুষের হাতে আমরা পরিচ্ছন্নতার চাবিকাঠি তুলে দিয়েছি। আমরা তাদের হাতে তুলে দিই সাবান, হ্যান্ড স্যানিটাইজারের মতো প্রয়োজনীয় জিনিস, যা তাদের জীবনে বড় পরিবর্তন আনে।

আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষের পরিচ্ছন্ন পরিবেশে বাঁচার অধিকার আছে। আমাদের পরিচ্ছন্নতা অভিযান, মানুষকে শেখায়, কীভাবে চারপাশ পরিষ্কার রেখে সুস্থ থাকা যায়। আমরা এই মহৎ কাজ চালিয়ে যেতে চাই, আর এই কাজে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।