En

বিশুদ্ধ পানি বিতরণ

দক্ষিণ ঢাকার অসহায় মানুষগুলোর জন্য, আমরা বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করি। আমরা জানি, দূষিত জল পান করলে, শিশুদের থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, সকলের শরীরেই বাসা বাঁধতে পারে নানা রোগ। তাই, যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, তাদের কাছে বিশুদ্ধ জল পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

যেসব এলাকায় বিশুদ্ধ জল পাওয়া দুষ্কর, সেখানে আমরা বাড়ি বাড়ি গিয়ে জল পৌঁছে দিই। আমাদের স্বেচ্ছাসেবকদের দল, শিবির থেকে কাজ করে, অসহায় মানুষগুলোর হাতে তুলে দেয় পরিষ্কার ও সতেজ জল। আমরা চাই, দরিদ্র পরিবারগুলো যেন অর্থের অভাবে বিশুদ্ধ জলের কষ্ট না পায়। পরিবারগুলো আমাদের শিবির থেকে জল সংগ্রহ করতে পারে, আর যাদের আসার মতো অবস্থা নেই, তাদের বাড়িতে আমরা জল পৌঁছে দিই।

আমরা নিশ্চিত করি, তারা যেন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ জল পায়। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে, আমরা দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য ভালো রাখতে চাই। বিশুদ্ধ জল, তাদের রোগমুক্ত জীবন দিতে পারে, আর প্রতিদিন নিরাপদ জলের খোঁজে ছোটাছুটির কষ্ট থেকে মুক্তি দিতে পারে।