খাদ্য সামগ্রি বিতরণ
আমরা গরিব মানুষদের মধ্যে খাবার বিতরণ করি। অভাবী পরিবার আর বস্তির শিশুদের পাশে দাঁড়াই। আমরা এমন খাবার দিই, যা পুষ্টিকর আর শক্তি জোগায়। মৌলিক পুষ্টির চাহিদা মেটাতে আমরা খুব যত্ন করে খাবারের প্যাকেট তৈরি করি। চালে-ডালে, সবজিতে, আর মাঝে মাঝে ফলে ভরা থাকে আমাদের প্যাকেটগুলো। আমরা নিশ্চিত করি, যেন সবাই স্বাস্থ্যকর খাবার পায়।
আমাদের নিজেদের ক্যাম্প থেকেই আমরা নিয়মিত খাবার বিতরণের আয়োজন করি। এই কার্যক্রমের মাধ্যমে আমরা গরিব পরিবার, বস্তি এলাকা আর গৃহহীন মানুষদের কাছে পৌঁছে যাই। বস্তিতে থাকা শিশুদের সাহায্য করার জন্যও আমরা কাজ করি। এই শিশুদের অনেকের ভাগ্যে ঠিকমতো খাবারই জোটে না।

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, "যে ব্যক্তি কোনো ক্ষুধার্তকে খাদ্য দান করে, আল্লাহ তাকে জান্নাতের ফল থেকে আহার করাবেন।" — সহীহ বুখারী
আমাদের খাবারের প্যাকেটগুলো এমন ভাবে তৈরি করা হয়, যাতে তারা সারাদিনের জন্য শক্তি আর কর্মক্ষমতা পায়। এ পর্যন্ত আমরা ৪৭,৯৫৪ জন ক্ষুধার্ত মানুষের মধ্যে খাবারের প্যাকেট বিতরণ করেছি। আমরা আমাদের সাধ্যমতো আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য কাজ করে যাব। প্রতিটি ছোট চেষ্টাও তাদের জন্য আশা নিয়ে আসে, যাদের সবচেয়ে বেশি প্রয়োজন।