En

পাঠ্যপুস্তক বিতরন

দক্ষিণ ঢাকার দরিদ্র, রাস্তার এবং বস্তির শিশুদের হাতে শিক্ষার আলো পৌঁছে দিতে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ আমাদের অন্যতম প্রধান উদ্যোগ। অনেক পরিবারের কাছে বইয়ের দাম এতটাই বেশি, যা তাদের সন্তানদের স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়। আমরা এই শিশুদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে সেই বাধা দূর করতে চাই, তাদের মনে শিক্ষার প্রতি আগ্রহ জাগিয়ে তুলতে চাই।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'যে ব্যক্তি জ্ঞানার্জনের পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।' (সহীহ মুসলিম, হাদীস ২৬৯৯)

আমরা শুধু শিশুদের নয়, সেইসব শিক্ষা প্রতিষ্ঠানকেও সাহায্য করি, যারা দরিদ্র শিশুদের বিনামূল্যে শিক্ষার আলো জ্বালাতে অক্লান্ত পরিশ্রম করে। আর্থিক সংকটে জর্জরিত স্কুল ও সংস্থাগুলোর হাতে বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে বই তুলে দিয়ে, আমরা তাদের পাশে দাঁড়াই।

এ পর্যন্ত ২৮৬ জন শিশুর হাতে জ্ঞানের আলো পৌঁছে দিতে আমরা ৯০০০ টাকা খরচ করেছি। গণিত, বিজ্ঞান, ভাষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখার জন্য এই বইগুলো তাদের জীবনে অপরিহার্য। আপনার সামান্য সাহায্য, আমাদের এই মহৎ কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, শিক্ষার আলো পৌঁছে দিতে পারে সেইসব শিশুদের কাছে, যারা অন্ধকারে ডুবে আছে।