En

ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র (এসএনসি ড্রাইভিং)

আমাদের এই ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রটি শুধু একটি প্রশিক্ষণ কেন্দ্র নয়, এটি অনেক মানুষের জীবনের নতুন স্বপ্ন বোনার স্থান। এখানে আমরা শুধু গাড়ি চালানো শেখাই না, শেখাই আত্মবিশ্বাস আর নতুন জীবনের পথে এগিয়ে যাওয়ার সাহস। বিশেষ করে সেই মানুষগুলো, যাদের জীবনে সুযোগের আলো খুব কমই আসে।

আমরা জানি, গাড়ি চালানো শিখে অনেক মানুষ নতুন কাজের সুযোগ পায়, তাদের জীবনে আসে আর্থিক স্বচ্ছলতা। তাই আমরা আন্তরিকভাবে চেষ্টা করি, প্রতিটি শিক্ষার্থীকে দক্ষ চালক হিসেবে গড়ে তুলতে। আমাদের অভিজ্ঞ প্রশিক্ষকরা হাতে-কলমে শিক্ষা দেন, শেখান বাস্তব জীবনের নানা পরিস্থিতি মোকাবেলা করার কৌশল। আমরা চাই, প্রতিটি মানুষ যেন স্টিয়ারিং হুইলের পেছনে বসে নিজেকে নিরাপদ ও আত্মবিশ্বাসী মনে করে।

এ পর্যন্ত আমরা ৬০ জন মানুষকে প্রশিক্ষণ দিয়েছি, যাদের অনেকেই আজ স্বাবলম্বী। এই উদ্যোগের পেছনে আমরা ১,৯২,০০০ টাকা খরচ করেছি। তাদের মুখে হাসি ফোটাতে পেরে, তাদের জীবনকে কিছুটা হলেও সহজ করতে পেরে আমরা আনন্দিত।

আমাদের কেন্দ্রটি শুধু একটি শেখার জায়গা নয়, এটি একটি নিরাপদ আশ্রয়, যেখানে সবাই সমান সুযোগ পায়। আমরা বিশ্বাস করি, ড্রাইভিং একটি প্রয়োজনীয় দক্ষতা, যা অনেক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ভবিষ্যতে আরও বেশি মানুষকে প্রশিক্ষণ দেওয়ার স্বপ্ন দেখি আমরা। কিন্তু এই স্বপ্ন পূরণ করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনার সামান্য অনুদান অনেক মানুষের জীবনে নতুন আলোর দিশা দেখাতে পারে।

এখন ভর্তি চলছে।

এস এন সি মটর ড্রাইভিং ট্রেনিং সেন্টার

ড্রাইভিং শিক্ষার একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান)

২১৭/খ, উত্তর জুরাইন,(মুন্সিবাড়ী মোড়) শ্যামপুর,ঢাকা-১২০৪,গেন্ডারিয়া রেলষ্টেশন থেকে দক্ষিণ দিকে।