ফ্রি আই ক্যাম্প
অভাবী মানুষের চোখের আলো ফিরিয়ে আনতে, আমরা বিনামূল্যে চক্ষু ক্যাম্পে আয়োজন করি। দৃষ্টিশক্তি পরীক্ষা থেকে শুরু করে চোখের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, সবই আমরা বিনামূল্যে দিই। আমরা চাই, অর্থের অভাবে কেউ যেন চোখের আলো থেকে বঞ্চিত না হয়।
এ পর্যন্ত, আমরা বিভিন্ন এলাকায় ৯টি বিনামূল্যে চক্ষু ক্যাম্পে আয়োজন করেছি। আমাদের ক্যাম্পগুলো ৬১ জনকে সাহায্য করেছে। আমরা নিশ্চিত করেছি, তারা যেন তাদের প্রয়োজনীয় যত্ন পায়। আমাদের সংস্থা এই গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য ১৪,০০০ টাকা খরচ করেছে। আমাদের লক্ষ্য হলো, সুবিধাবঞ্চিত ব্যক্তিদের চোখের স্বাস্থ্যের উন্নতি করা।

অনেক দরিদ্র মানুষ নিয়মিত চোখের চিকিৎসার সুযোগ পায় না। আমরা বিনামূল্যে সেবা দিয়ে তাদের চোখের যত্ন নিই, গুরুতর সমস্যা থেকে তাদের রক্ষা করি। আমাদের দল অক্লান্ত পরিশ্রম করে, তাদের চোখে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন বোনে। আসুন, আমরা সকলে মিলে তাদের পাশে দাঁড়াই, তাদের জীবনকে আলোয় ভরিয়ে তুলি।