বিনামূল্যে চিকিৎসা
আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। আমরা জানি, চিকিৎসার খরচ অনেকের কাছেই দুঃস্বপ্নের মতো। তাই, আমরা চেষ্টা করছি, সকলের জন্য স্বাস্থ্যসেবার দরজা খুলে দিতে। আমাদের স্বপ্ন, অর্থের অভাবে যেন কেউ বিনা চিকিৎসায় কষ্ট না পায়।

কিয়ামতের দিন আল্লাহ তা'আলা বলবেন, 'হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, কিন্তু তুমি আমাকে দেখতে আসোনি।' সে বলবে, 'হে আমার প্রভু, আপনি তো বিশ্বজগতের প্রতিপালক, আমি কীভাবে আপনাকে দেখতে যাব?' আল্লাহ তা'আলা বলবেন, 'তুমি কি জানতে না, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, অথচ তুমি তাকে দেখতে যাওনি? যদি তুমি তাকে দেখতে যেতে, তবে তুমি আমাকে তার কাছে পেতে।' (সহীহ মুসলিম, হাদীস ২৫৬৯)
আমাদের দক্ষ চিকিৎসকদের দল, দরিদ্র মানুষের জন্য আয়োজন করে এক বিশেষ চিকিৎসা শিবির। যেখানে তারা পায় বিনামূল্যে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ। আমরা চাই, টাকার অভাবে কেউ যেন বিনা চিকিৎসায় কষ্ট না পায়। এ পর্যন্ত ৪,৪০৮ জন মানুষের মুখে হাসি ফোটাতে আমরা ৬৮,৫০০ টাকা খরচ করেছি।