ভ্রাম্যমাণ স্কুল
যেসব শিশুর স্কুলে যাওয়ার স্বপ্নটা অধরাই থেকে যায়, তাদের জন্য আমরা নিয়ে এসেছি বিনামূল্যে মোবাইল স্কুলিং। আমরা তাদের কাছেই শিক্ষা পৌঁছে দিতে চাই, যাদের কাছে শিক্ষার আলো পৌঁছানো কঠিন। মোবাইল স্কুলিং আমাদের সেই স্বপ্ন পূরণের এক অনন্য উপায়।

যেসব শিশুর কাছে স্কুলের দরজা বন্ধ, তাদের জন্য আমরা নিয়ে এসেছি জ্ঞানের আলো, মোবাইল স্কুলিং-এর মাধ্যমে। রাস্তা, বস্তি বা যেখানেই শিক্ষার আলো পৌঁছানো কঠিন, সেখানেই আমরা পৌঁছে যাই। আমাদের মোবাইল স্কুলিং-এ আমরা শিশুদের অক্ষর জ্ঞান, গণিতের মতো জীবনের প্রয়োজনীয় শিক্ষাগুলো দিই, সহজভাবে, মজার ছলে।
আমাদের দল দক্ষিণ ঢাকার আনাচে-কানাচে ঘুরে বেড়ায়, শিশুদের মনে শিক্ষার প্রতি আগ্রহ জাগায়। তাদের হাতে তুলে দেয় প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। এ পর্যন্ত ২০ জন শিশুর জীবনে আমরা আশার আলো জ্বালিয়েছি। তাদের মনে স্বপ্ন বুনেছি, যেন তারা উজ্জ্বল ভবিষ্যতের পথে হাঁটতে পারে।