বিধবা ভাতা
স্বামীহারা অসহায় নারীদের পাশে দাঁড়াতে, আমরা তাদের হাতে তুলে দিই বিধবা ভাতা। স্বামী হারানোর পর, অনেক নারী আর্থিক সংকটে পড়েন, তাদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। আমরা চাই, তারা যেন মাথা উঁচু করে বাঁচতে পারেন, তাই তাদের হাতে তুলে দিই আর্থিক সাহায্য। এই সামান্য সাহায্য, তাদের দৈনন্দিন খরচ মেটাতে, আর সম্মানের সাথে বাঁচতে সাহায্য করে।
তারা যেন নিজেদের ও সন্তানদের যত্ন নিতে পারেন, সেই চেষ্টাই আমরা করি। এই ভাতার মাধ্যমে, তারা একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারেন। আমাদের শিবিরে, অসহায় বিধবারা এসে তাদের কষ্টের কথা জানান, আর আমরা তাদের পাশে দাঁড়াই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'একজন বিধবার অধিকার আল্লাহর অধিকার।' — সুনান আবু দাউদ
অনেক বিধবা নারী, এই ভাতার মাধ্যমে তাদের সন্তানদের পড়াশোনার খরচ জোগাতে পারেন, কিংবা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারেন। প্রতিটি বিধবারই সম্মান ও যত্নের অধিকার আছে। আমরা আর্থিক সহায়তা দিয়ে তাদের স্বনির্ভর ও মর্যাদাপূর্ণ জীবন যাপনে সাহায্য করি।